তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনাকে ঘিরে আলোড়ন , ব‍্যাপক উত্তেজনা

26th March 2021 9:42 pm বাঁকুড়া
তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনাকে ঘিরে আলোড়ন , ব‍্যাপক উত্তেজনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো বিরোধীদের দাবি বোম বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে I তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সংযুক্ত মোর্চা বোমা বিস্ফোরণ করেছে তৃণমূলের পার্টি অফিসে । আর এরপরই উত্তপ্ত হয়ে ওঠে জয়পুর থানার মুরালিগঞ্জ গ্রাম । 

ভোট পূর্ববর্ত্তী সময়ে শাসক দলের কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটলো বাঁকুড়ার জয়পুর থানা এলাকার উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের মুরুলিগঞ্জ গ্রামে। এই ঘটনায় গুরুতর আহত বেশ কয়েক জন। শুক্রবার দুপুরের ঘটনা। 

স্থানীয়দের দাবি, তৃণমূলের ঐ কার্যালয়ে বোমা তৈরীর কাজ চলছিল। সেই সময় অসাবধানবশতঃ বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে । 

গ্রামবাসী মহুর আলি শেখ বলেন, ঐ পার্টি অফিসে জনা ছ'য়েক বোমা বাঁধছিল। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা গুরুতর আহত। আহতরা কোথায় চিকিৎসাধীন কিছুই জানিনা। একই সঙ্গে বিস্ফোরণের শব্দ পেয়েই তারা ঐ জায়গায় গেছলেন বলে তিনি জানান । 

এরপর তৃণমূল কর্মী সমর্থকরা সংযুক্ত মোর্চার ISF কর্মীদের এবং তাদের বাড়িতে চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে । টাঙ্গি লোহার রড লাঠিসোটা নিয়ে তাদের মারতে আছে এমনই অভিযোগ আহত ISF কর্মীদের । 

তবে তৃণমূলের পক্ষ থেকে জেলা সভাপতি ডক্টর শ্যামল সাঁতরা জানান বহুদিন ধরেই ওই স্থানে আইএসএফ কর্মীরা তৃণমূলের উপর চড়াও হওয়ার জন্য প্রস্তুত ছিলেন আজ তারা তৃণমূলের পার্টি অফিসের বোমাবাজি করে এবং তৃণমূলের বেশ কয়েক জন হাসপাতলে ভর্তি হয় । 

তবে সমগ্র বিষয় নিয়ে সিপিআইএম নেতা মানিক রায় জানান ওই অঞ্চলের তৃণমূল কর্মীরা বেশ কয়েকদিন ধরেই বোমা মজুদ ছিল এবং আমাদের কর্মীদের পিস্তল দেখিয়ে হুমকি দিয়েছিল আজ বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে ওদের কয়েকজন কর্মী ঝলসে যায় । 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একটি বিশাল দল। এলাকায় টহলদারী শুরু করেছে তারা। 

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।